শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ : ০২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আধার কার্ড বাতিল নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার ভাষা দিবসে দেশপ্রিয় পার্কে এক অনুষ্ঠানে তিনি বলেন, "আধার নিয়ে চক্রান্ত আমরা রুখে দিলাম।" রাজ্যে ইতিমধ্যেই আধার কার্ড নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। বেশ কিছু জেলা থেকে আধার কার্ড বাতিল হওয়ার খবর এসেছে। পোস্ট অফিসের মাধ্যমে এই বাসিন্দাদের চিঠি দিয়ে জানানো হয়েছে তাঁদের আধার নম্বর "ডিঅ্যাক্টিভেটেড" করা হয়েছে। ফলে ব্যাঙ্কের কাজ-সহ আরও কয়েকটি ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছেন তারা। আবার কয়েকটি জায়গায় বাতিল হওয়ার পরেও ফের কার্ড নম্বর "অ্যাক্টিভেটেড" হয়েছে বলেও জানা গিয়েছে।
আধার "বাতিলের" খবর জানার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যাদের কার্ড বাতিল হয়েছে তাঁদের "বিকল্প" কার্ড দেবে রাজ্য সরকার। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, "মতুয়াদের কার্ড বাতিল করা হয়েছে। আর পাঁচ বছর পর তাঁদের শুনতে হবে তাঁরা "বিদেশি"।" বিষয়টির পেছনে যে এনআরসি বা ডিটেনশন ক্যাম্পের অভিসন্ধি লুকিয়ে আছে তা এর আগেই বলেছিলেন মমতা। এদিনও এই প্রসঙ্গটি তোলেন তিনি।
একদিকে যেমন আধার বাতিল নিয়ে তোপ দেগেছেন তেমনি সরব হয়েছেন বিতর্কিত "খালিস্তানি" মন্তব্য নিয়েও। মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে রাজ্য পুলিশ। অভিযোগ, বাদানুবাদের সময় বিরোধী দলনেতা, মতান্তরে অগ্নিমিত্রা উপস্থিত শিখ পুলিশ অফিসার জশপ্রীত সিংকে "খালিস্তানি" বলে সম্বোধন করেন।এই নিয়ে জশপ্রীতের সঙ্গে বিজেপি নেতৃত্বের বাদানুবাদের ভিডিও ভাইরাল হয়। মুখ্যমন্ত্রী নিজে তাঁর এক্স হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করে "খালিস্তানি" মন্তব্য করা নিয়ে তীব্র সমালোচনা করেন। পরবর্তী সময়ে রাজ্য পুলিশের দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতীম সরকার এক সাংবাদিক বৈঠকে সরাসরি বিরোধী নেতাকে এই মন্তব্যের জন্য দায়ী করে পুলিশের পক্ষ থেকে প্রতিবাদ জানান এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। যদিও শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, এরকম কোনও মন্তব্য করা হয়নি।
এদিনও ভাষা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, "একজন পাঞ্জাবি অফিসার পাগড়ি পড়েন বলে তাঁকে খালিস্তানি বলে দেবেন! তাঁর কী দোষ ছিল? মুসলিম অফিসার দেখলে পাকিস্তানি বলবে!" তিনি জানান, তাঁকেও কতবার কত নামে বলা হয়েছে। তিনি পাত্তা দেন না। মমতা বলেন, "দু"একজন হঠাৎ করে গজিয়ে উঠেছে। সবচেয়ে বড় কলঙ্ক বাংলার।" এক্ষেত্রে কারুর নাম না করে বললেও তাঁর কথার লক্ষ্য যে শুভেন্দু সেটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিন ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে মমতা বলেন, "আমাদের অহঙ্কার বাংলা।" পাশাপাশি তাঁর অভিযোগ বাংলার সংস্কৃতিকে নষ্ট করার একটা চক্রান্ত চলছে। সভায় মুখ্যমন্ত্রী-সহ ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং সাংস্কৃতিক জগতের প্রতিনিধিরা। ছিলেন বিভিন্ন ভাষার প্রতিনিধিরাও।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কলকাতায় ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য, মৃত এক
কনকনে ঠান্ডার মাঝেও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত, হতে পারে বৃষ্টি...
চিকিৎসকদের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, শুনবেন তাঁদের মনের কথা...
শীত-সন্ধ্যায় কলকাতায় ফের ভয়াবহ আগুন, জোকার খালপোলে ভস্মীভূত একের পর এক ঝুপড়ি...
পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে বড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা...
শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, নিরাপত্তায় মুড়ছে মেলা প্রাঙ্গন, কী কী পদক্ষেপ নিচ্ছে রেল...
মার্চে লন্ডন যেতে পারেন মমতা
অধ্যাপনার পাশাপাশি লিখেছিলেন বই, পালন করেছেন বিধায়কের দায়িত্বও, প্রয়াত জীবন মুখোপাধ্যায়...
বিধাননগর মেলার শেষ দিন, গান গেয়ে মঞ্চ মাতালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়...
সাতসকালে ভূমিকম্প কলকাতায়, জোরাল কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ...
বেঙ্গালুরুর পর এইচএমপিভির থাবা কলকাতায়, আক্রান্ত ছ’ মাসের শিশু...
ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের...
ডেটিং অ্যাপে মহিলা সেজে প্রতারণা! ব্ল্যাকমেল করে টাকা হাতানোর অভিযোগ, রাজারহাট পুলিশের হাতে গ্রেপ্তার যুবক...
রবিবার থেকেই আবহাওয়ায় বিরাট বদল, জানুন হাওয়া অফিস কী বলছে...
যুবকের রহস্যমৃত্যু, শনিবার সকালে চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায়...